সৌদি আরবের তরুণীর মিস ইউনিভার্সে অংশ নেওয়ার খবরটি মিথ্যা

সৌদি আরবের মডেল রুমি আলকাহতানি
সৌদি আরবের মডেল রুমি আলকাহতানি  © ইন্টারনেট

সৌদি আরবের তরুণী রুমি আলকাহতানি মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না। মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে দিয়েছে। এমনকি দেশটিতে এ ধরনের নির্বাচন প্রক্রিয়াও চালানো হয়নি। গত মাসে ইনস্টাগ্রাম পোস্টে রুমি দাবি করেছিলেন, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছেন তিনি।

এ নিয়ে খালিজ টাইমসসহ কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। এরপর বিষয়টি সারাবিশ্বে আলোচনার জন্ম দেয়। এরইমধ্যে  মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, খবরটি মিথ্যা। মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না রুমি আলকাহতানি। সৌদি আরবে প্রতিযোগী নির্বাচনপ্রক্রিয়াও চালানো হয়নি।

আরো পড়ুন: তাইওয়ান-জাপানের পর এবার ভূমিকম্পে কাঁপল ভারত

এবার মেক্সিকোতে বসছে মিস ইউনিভার্সের আসর। শতাধিক দেশের প্রতিযোগী এতে অংশ নেবেন। সৌদি আরবের রুমি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। তিনি মডেলিংয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। ইনস্টাগ্রামে তার ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। এক্স ও ফেসবুকেও বিপুল সংখ্যক ফলোয়ার রয়েছে তার।


সর্বশেষ সংবাদ