এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

  © সংগৃহীত

তাইওয়ানের পর এবার জাপানের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটির পূর্ব উপকূলীয় হনশু অঞ্চল। খবর রয়টার্সের।

ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৩২ কিলোমিটার গভীরে ছিল। তবে, এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থার বরাতে জাপান টুডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইওয়াতে, মিয়াগি ও ফুকুশিমা অঞ্চল কেঁপে উঠে। জাপানের ভূমিকম্পের তীব্রতার স্কেলে তা ছিল ৪-এর ঘরে। ফুকুশিমা উপকূলের প্রায় ৪০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

এর আগের দিন বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত হয় তাইওয়ান। দেশটির পূর্ব উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত আনে। এতে ৯ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন।

এরপর আরও কয়েক ডজন বার তাইওয়ানের ভূমি কেঁপে (আফটারশক) উঠে। এই ঘটনার পর তাইওয়ানসহ জাপান ও ফিলিপাইনেও সুনামি সতর্কতা জারি করা হয়।

এছাড়া এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) জাপানের উত্তরাঞ্চলে ইওয়াতে এবং আওমোরি প্রিফেকচারে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

 

সর্বশেষ সংবাদ