রোজ ডে’র মাধ্যমে ‘ভালোবাসা’ সপ্তাহ শুরু— দেখে নিন কোন দিন কী দিবস

ভ্যালেন্টাইন উইক
ভ্যালেন্টাইন উইক  © টিডিসি ফটো

আজ ৭ ফেব্রুয়ারি। শুরু হয়েছে ‘ভালোবাসা’ সপ্তাহ (ভ্যালেন্টাইন উইক)। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিনই ভালোবাসা সম্পর্কিত কোনো না কোনো দিবস আছে। যেহেতু টানা ৮ দিন ভিন্ন ভিন্ন দিবস আছে, তাই অনেকেই কবে কোন দিবস তা নিয়ে দ্বিধায় থাকেন। দ্বিধা দূর করতে পড়ে ফেলুন লেখাটি।

৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হলো সপ্তাহটি। এদিন হলো প্রিয় মানুষটিকে গোলাপ দেওয়ার দিন। সকলই ফুল পছন্দ করেন। প্রিয়জনদের ফুল দিয়ে আমরা হৃদয়ে লুকিয়ে থাকা ভালোবাসা প্রকাশ করি। এতে গোলাপের ভূমিকা অনন্য।

চলুন জেনে নেওয়া যাক ভ্যালেন্টাইনস সপ্তাহের কোন দিন কী দিবস-

৭ ফেব্রুয়ারি রোজ ডে: প্রেম-প্রকাশের কথা মাথায় এলে প্রথম যে ফুলটা চোখে ভেসে ওঠে তা হল গোলাপ। গোলাপ তো রং ভেদে সম্পর্ককে নতুন মাত্রাও দেয়। কারও সঙ্গে অনেকদিন ধরে ঝগড়া চলছে? একটা সাদা গোলাপ হাতে নিয়ে তাঁর কাছে চলে যান। প্রেমিকের হাতে গুঁজে দিন একটা লাল গোলাপ। আর বেস্ট ফ্রেন্ডের হাতে তুলে দিন হলুদ গোলাপ। 

৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে: কাউকে মনে মনে ভালোবাসেন, কিন্তু বলে উঠতে পারছেন না? সেক্ষেত্রে এই বিশেষ দিনটাকেই বেছে দিন। সারা জীবন মনে থাকে যাবে। রোম্যান্টিক ডিনার বা লাঞ্চের মাঝে আঙুলে পরিয়ে দিন আংটি। 

৯ ফেব্রুয়ারি চকলেট ডে: কোলেটের থেকে ভালো উপহার বোধহয় সত্যিই হয় না। বাজেট যাই থাকুক, চকোলেট এসেই যায়। আর খেতে ভালোবাসে বাচ্চা থেকে বুড়ো। নিজের হাতেও বানিয়ে নিতে পারবেন। ইউটিউবেই পেয়ে যাবেন টিউটোরিয়াল। 

১০ ফেব্রুয়ারি টেডি ডে: টেডি বিয়ার নিষ্পাপ ভালোবাসার প্রতীক। আপনি আপনার সঙ্গীকে একটি টেডি উপহার দিয়ে ভালোবাসা উদ্‌যাপন করতেই পারেন। মেয়েরা বিশেষ করে খুব পছন্দ করে টেডি বিয়ার। 

১১ ফেব্রুয়ারি প্রমিস ডে: প্রতিশ্রুতি দিবসে ব্যক্ত করুন ঠিক কতটা ভালোবাসেন। মনের মানুষটাকে নিয়ে ঠিক কোন কোন স্বপ্ন আপনার আছে। ভালোবাসা যেমন জরুরি, তেমনই অঙ্গীকারও প্রয়োজন। একটা ছোট্ট ম্যাসেজেই লিখে ফেলুন না। দেখবেন সম্পর্কের রসায়নটাই কেমন বদলে গিয়েছে। 

১২ ফেব্রুয়ারি হাগ ডে: আলিঙ্গন হল ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ এবং একজনকে নিরাপদ বোধ করায়। দিনশেষে এক শান্তির আশ্রয় বোধহয় ভালোবাসার মানুষটার বুকেই পাওয়া যায়। আর এই বিশেষ দিনে একটু না হয় বেশি-বেশিই জড়িয়ে ধরলেন প্রেমিক বা প্রেমিকাকে। 

১৩ ফেব্রুয়ারি কিস ডে: চুম্বন হল প্রেমের সবচেয়ে অন্তরঙ্গ ধাপ। তাই অত না ভেবে ঠোঁটে ঠোঁট বসিয়েই দিন। রাস্তাঘাটে থাকলে অবশ্য গাল বা হাত দিয়েই কাজ চালিয়ে নিতে হবে আপনাকে। 

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে: অবশেষে আসে ভালোবাসার সবচেয়ে বড় দিন ভ্যালেন্টাইন ডে! এদিন একটা রোম্যান্টিক ডেটে চলে যান। আলো-বেলুন-মোমবাতি দিয়ে ঘরেও করে ফেলতে পারেন বিশেষ ডেট। ও হ্যাঁ, একটা উপহার নিতে ভুলবেন না কিন্তু।


সর্বশেষ সংবাদ