যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহত ৩২

 ‍সাত দিনের যুদ্ধ বিরতির পর শুক্রবার ফিলিস্তিনে বোমা হামলা শুরু করে আইডিএফ
‍সাত দিনের যুদ্ধ বিরতির পর শুক্রবার ফিলিস্তিনে বোমা হামলা শুরু করে আইডিএফ  © সংগৃহীত

সাত দিনের যুদ্ধবিরতি শেষে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে।  এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত ৩২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।ইসরায়েলি হামলায় মধ্য গাজার আল-মাগাজিতে ১০ জন, দক্ষিণের রাফাহতে ৯ জন এবং উত্তর গাজা সিটিতে পাঁচজন নিহত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলোটের বাসিন্দারা সাইরেনের শব্দে জেগে ওঠেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজা থেকে রকেট ছোড়া হয়েছিল এবং ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই রকেট আঘাত হানার আগেই তা ধ্বংস করে ফেলা হয়েছে।

এই ঘটনার পর এক তাৎক্ষণিক বিবৃতিতে গাজায় ফের অভিযান শুরুর ঘোষণা দেয় আইডিএফ।


সর্বশেষ সংবাদ