আজ রুয়ান্ডাকে ৬৫ রানে আটকে দিয়ে সেই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে পোঁছে গেছে উগান্ডা।আর তাতে ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না জিম্বাবুয়ের।
প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে উগান্ডার ইতিহাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৪ PM

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ খেলা নিশ্চিত করল উগান্ডা। প্রথমবার বিশ্বকাপ খেলবে আফ্রিকার দেশটি। তবে বাদ পড়েছে জিম্বাবুয়ে। আর বিশ্বকাপ খেলা হচ্ছে না তাদের।
আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে সেরা দুই দল হিসেবে উগান্ডার সঙ্গে বিশ্বকাপ খেলবে নামিবিয়া।
এই অঞ্চলের বাছাইপর্ব থেকে বাদ পড়েছে কেনিয়াও। বিশ্বকাপে টিকিট নিশ্চিতের পথে উগান্ডার সামনে বড় বাঁধা ছিল কেনিয়া। গতকাল ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের বিপক্ষে ৩৩ রানের জয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছিল উগান্ডা। তবু শেষ ম্যাচের প্রতিপক্ষ রুয়ান্ডার বিপক্ষে জিতেই বিশ্বকাপে যাচ্ছে তারা।