বাইডেনের কথিত উপদেষ্টা মিঞা আরাফীকে নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ভেদান্ত পাটেল
প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ভেদান্ত পাটেল  © সংগৃহীত

বাংলাদেশের নির্বাচনি পরিবেশ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। কোনো বিশেষ দলের পক্ষে নয় বরং বাংলাদেশের জনগণের কল্যাণে সমাজের সব স্তরের অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। স্থানীয় সময় সোমবার (৬ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ভেদান্ত পাটেল। 

প্রেস ব্রিফিংয়ে ভেদান্ত প্যাটেলকে একজন প্রশ্ন করেন, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মীরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অজুহাতে চলমান ভাঙচুর এবং সরকারি সম্পত্তি ধ্বংস করে বাংলাদেশে পরবর্তী সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ব্যাহত করেছে। আপনি কি জাতীয়তাবাদী দলকে সহিংসতা বন্ধ করে আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে বলবেন? 

উত্তরে ভেদান্ত প্যাটেল বলেন, ‘আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং করতে থাকব এবং আমরা যেকোনো সহিংসতার ঘটনাকে মারাত্মক গুরুত্ব দিয়ে আমলে নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকার, বিরোধী দলগুলো, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশি জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে যাচ্ছি এবং জানিয়ে যাব।’

মার্কিন নাগরিক মিঞ আরাফীর বিষয়ে জানতে চাইলে ভেদান্ত প্যাটেল বলেন, ‘আমি সে বিষয়ে কোনো প্রতিবেদন দেখিনি এবং সত্যি বলতে আপনি কি বিষয়ে কথা বলছেন তা নিয়ে আমার সত্যিই কোনো ধারণা নেই।’ 

এ সময় ভেদান্তের কথার মাঝে প্রশ্নকারী বাঁধা দিয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘দয়া করে আমাকে বাধা দেবেন না। ঢাকায় আমাদের দূতাবাসে আমাদের দারুণ একটি প্রতিভাবান টিম রয়েছে। যার নেতৃত্ব দিচ্ছেন একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত। যিনি কেবল বাংলাদেশেই নয় এর চেয়েও বড় অঞ্চলেও কাজ করতে সক্ষম।’ 


সর্বশেষ সংবাদ