ইসরায়েলে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর ইসরায়েলের প্রতি পূর্ণ সংহতি জানাতে মঙ্গলবার (২৪ অক্টোবর) তেল আবিব পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে ম্যাক্রোঁর তেল আবিবে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তার কার্যালয় সূত্র এএফপিকে জানিয়েছে, বৈঠকে ম্যাক্রোঁ ইসরায়েলের প্রতি সংহতি জানাবেন এবং সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের পাশে থাকার ক্ষেত্রে ফ্রান্সের অবস্থান পরিষ্কার করবেন। সফরে ইসরায়েল-ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আলোচনা করবেন ম্যাক্রোঁ। যেখানে থাকবে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবও। একইসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট নেতানিয়াহু সরকারকে ফিলিস্তিনের পশ্চিমতীরে ইহুদি বসতিস্থাপন বন্ধ করে ‘উপনিবেশ বাদ দেওয়ার’ও আহ্বান জানাবেন। ম্যাক্রোঁ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। আর সে জন্য একটি প্রকৃত শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার আহ্বান জানাবেন ফরাসি প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল সফর করেছেন একের পর একজ পশ্চিমা নেতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মতো প্রভাবশালী পশ্চিমা নেতার পর এবার ইসরায়েল যাচ্ছেন ম্যাক্রোঁ।