মানবিক দিক বিবেচনায় মার্কিন মা-মেয়েকে মুক্তি দিল হামাস

হামাসের হাত থেকে মুক্তি পাওয়া মার্কিন মা ও মেয়ে
হামাসের হাত থেকে মুক্তি পাওয়া মার্কিন মা ও মেয়ে  © সংগৃহীত

গাজায় জিম্মি করে রাখা মার্কিনি নারী এবং ওই নারীর মেয়েকে মুক্তি দিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তারা হলেন জুডিথ রানান (৫৯) এবং তার মেয়ে নাতালি রানান (১৮)। এর মাধ্যমে গাজায় মানবিক ত্রাণ সহায়তা যাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২০ অক্টোবর) মুক্তি পাওয়ার পর মার্কিনি নারী ও তার মেয়ে ইসরায়েলে পৌঁছান বলে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। 

জিম্মি দুইজনকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং শুক্রবার গভীর রাতে তারা ইসরায়েলে পৌঁছেছেন বলে উল্লখ করে বিবৃতিতে বলা হয়, ইসরায়েল, আইডিএফ ও সমগ্র নিরাপত্তা সংস্থা নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে এবং জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। 

আরও পড়ুন: ফিলিস্তিনের জন্য আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

নাটালির বয়স ১৭, সবেমাত্র হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন। আর তার মা ইহুদিত একজন শিল্পী এবং শিকাগো এলাকার বেশ কয়েকটি হাসপাতালের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। মায়ের ৮৫তম জন্মদিন উদযাপন করতে তারা একসঙ্গে ইসরায়েলে ছিলেন।

আল-জাজিরা জানায়, হামাসের সামরিক শাখা আল-কসেম ব্রিগেডের মুখপাত্র বলেছেন, কাতারের প্রচেষ্টার ফল হিসেবে মানবিক কারণে দুই মার্কিন জিম্মিকে তারা মুক্তি দিয়েছেন আল-কাসেম ব্রিগেড।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। এ হামলায় হাজারেরও বেশি মানুষকে হত্যা করে তারা। পাশাপাশি তারা জিম্মি করে ‍দুই শতাধিক মানুষকে। এই হামলার পর থেকে ইসরায়েলের সঙ্গে হামাসের হামলা পাল্টা হামলা চলছে। ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা করছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ইসরায়েলি বাহিনী এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।


সর্বশেষ সংবাদ