আল আকসায় জুমার নামাজের অনুমতি পেলেন ‍শুধু ৬৫ বয়সোর্ধ

পবিত্র মসজিদুল আকসা প্রাঙ্গণ
পবিত্র মসজিদুল আকসা প্রাঙ্গণ  © টিডিসি ফটো

গত সপ্তাহের মতো আজকের জুমার নামাজেও পবিত্র মসজিদুল আকসার অধিকাংশ প্রাঙ্গন মুসল্লি শূন্য ছিলো। ইসরায়েলি পুলিশের মসজিদুল আকসায় প্রবেশে বিধি-নিষেধ আরোপের কারণে অধিকাংশ মুসল্লি পবিত্র এ মসজিদে জুমার নামাজ পড়তে পারেননি। 

আজ শুক্রবার (২০ অক্টোবর) জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে ওয়াকফ বিভাগ জানায়, সাধারণত পবিত্র মসজিদুল আকসায় ৫০ হাজারেরও বেশি লোক জুমার নামাজ পড়ে থাকেন। কিন্তু আজ শুধুমাত্র ৬৫ বছরের বেশি বয়সী ৫ হাজার লোককে মসজিদে প্রবেশের অনুমতি দেয় ইসরায়েলি পুলিশ। 

বৃহস্পতিবার থেকেই ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে প্রবেশে কঠোরতা আরোপ শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার এই বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলি পুলিশ প্রশাসন। এ কারণে মুসল্লিরা আল-আকসার বাইরের বিভিন্ন সড়কে নামাজ পড়েন। 

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল যুদ্ধে শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ মারা গেছে। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় এখন পর্যন্ত দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে গাজার আল-আহলি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে। 


সর্বশেষ সংবাদ