প্রথম প্রেম মনে করার দিন আজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ PM

জীবনের প্রথম কতটুকু মনে আছে আপনার। সেই শুরু থেকে আজ পর্যন্ত প্রেমে পড়ার দিন থেকে ধীরে ধীরে সময়ের সঙ্গে পাল্লা দিতে দিতে কতকিছুই না ঘটে গেলো জীবনে। তবুও কি ভুলতে পেরেছেন সেই প্রথম প্রেমের স্মৃতি। হয়তো ভুলে গেছেন কিংবা কাজের ব্যস্ততায় নিজেকে হারাতে বসেছেন।
প্রথম প্রেম ভোলা না ভোলা নিয়ে বিতর্ক থাকলেও, এটি কেউই অস্বীকার করতে পারবেন না যে; প্রথম প্রেমের অনুভূতিটাই আলাদা।
যাদের প্রথম প্রেম সফল হয়েছে তাদের সৌভাগ্যবান বলতেই হবে। অন্যদিক, যারা ঘটনার পরিক্রমায় প্রথম প্রেম হারিয়ে ফেলেছেন; তারা কিন্ত আজকের দিনে একটু প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন করতেই পারেন। কেননা, আজ যে প্রথম প্রেম মনে করার দিন।
আজ ১৮ সেপ্টেম্বর ‘প্রথম প্রেম দিবস।’ ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি ছুটি পালন করে। যদিও এর উৎপত্তি কীভাবে তা কারও জানা নেই।
সূত্র: ন্যাশনাল টুডে