ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা 

ফের্নান্দো ভিয়াভিসেনসিও
ফের্নান্দো ভিয়াভিসেনসিও  © সংগৃহীত
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বচনী প্রচারণায় অংশ নিতে রাস্তায় নামেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ফের্নান্দো ভিয়াভিসেনসিও। সমর্থকদের নিয়ে মিছিল নিয়ে শোডাউন দিচ্ছিলেন তিনি। এসময় দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) দেশটির রাজধানী কুইটোতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট গুইলার্মো ল্যাসো হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাজধানীর ক্যালেগিও অ্যান্ডারসন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে। এসময় সঙ্গে থাকা তার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভিয়াভিসেনসিওর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এ টুইটে ইকুয়েডর প্রেসিডেন্ট ল্যাসো লিখেছেন, ‘তাঁর যে স্মৃতি এবং তাঁর যে সংগ্রাম তা স্মরণীয় করে রাখতেই আমি নিশ্চয়তা দিচ্ছি যে, এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’ তিনি আরও বলেন, ‘সংঘবদ্ধ অপরাধ অনেক বেড়ে গেছে কিন্তু আইন তাঁর সমস্ত শক্তি নিয়ে তাদের পেছনে লেগেছে।’
 
প্রসঙ্গত, ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। এই নির্বাচনে মোট ৮ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন তবে ভিয়াভিসেনসিওর হত্যাকাণ্ডের পর এখন মোট প্রার্থী রইলেন ৭ জন।

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence