২০ ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ ভারতের ইউজিসির

২০ ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ভারতের ইউজিসি
২০ ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ভারতের ইউজিসি  © হিন্দুস্তান টাইমস

ভারতজুড়ে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান চলছে, যেগুলো ভুয়া। এমন বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে দেশটির ইউজিসি। সে তালিকায় আছে পশ্চিমবঙ্গের দুই প্রতিষ্ঠানের নাম। দিল্লি, উত্তরপ্রদেশেরও বহু প্রতিষ্ঠানের নাম আছে তালিকায়। ইউজিসি জানিয়েছে, এ বিশ্ববিদ্যালয়গুলির সার্টিফিকেট বৈধ নয়।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইউজিসির প্রকাশিত ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকায় সর্বোচ্চ আটটি প্রতিষ্ঠান রয়েছে দিল্লিতে। এরপরই তালিকায় আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। সেই রাজ্যের চারটি প্রতিষ্ঠান আছে এই তালিকায়। বাংলারও দু'টি নাম আছে এই তালিকায়। এই দু’টি প্রতিষ্ঠানই আবার কলকাতায় অবস্থিত।

তাছাড়া অন্ধ্রেও ২টি ভুয়া প্রতিষ্ঠান আছে। কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, পুদুচেরিতেও আছে ভুয়া প্রতিষ্ঠান। ইউজিসি জানিয়েছে, এ বিশ্ববিদ্যালয়গুলির সার্টিফিকেট বৈধ নয়। 

দিল্লির ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলো হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়, কমার্শিয়াল বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড নেশনস বিশ্ববিদ্যালয়, ভোকেশনাল বিশ্ববিদ্যালয়, অউজ-সেন্ট্রিক জুরিডিকাল বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইন্ডিয়ারিং, বিশ্বকর্মা মুক্ত বিশ্ববিদ্যালয় ও আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। 

দিল্লির পরেই এই তালিকায় সর্বাধিক চারটি নাম আছে উত্তরপ্রদেশ থেকে। নেতাজির নামাঙ্কিত একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ও রয়েছে সেখানে। সে রাজ্যের ভুয়া বিশ্ববিদ্যালয়গুলি হল- গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, কানপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, আলিগড়ের নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয় (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) ও লখনউয়ের ভারতীয় শিক্ষা পরিষদ।


সর্বশেষ সংবাদ