প্রেমের টানে ফরিদপুরে মালেশিয়ান তরুণী ফাজিরা

আজি ফাজিরা বিনতে আবদুল আজিজ ও জাফর মাতুব্বর
আজি ফাজিরা বিনতে আবদুল আজিজ ও জাফর মাতুব্বর  © সংগৃহীত

জীবিকার তাগিদে বিগত ১৫ বছরের বেশি সময় ধরে ফরিদপুরের ভাঙ্গার জাফর মাতুব্বর (৩৫) কাজ করছেন মালয়েশিয়ায়। সেখানেই পরিচয় মালয়েশিয়ার তরুণী আজি ফাজিরা বিনতে আবদুল আজিজের (২৫) সঙ্গে। পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে। দুই পরিবারের সম্মতিতে ২০১৯ সালে তাঁদের বিয়ে হয় মালয়েশিয়ায়। বিয়ের পর এই প্রথম ফাজিরা বাংলাদেশে শ্বশুরবাড়িতে এসেছেন। এ নিয়ে উচ্ছ্বসিত গ্রামের লোকজন।

জাফর বাড়িতে এসেছেন প্রায় পাঁচ মাস আগে। আর ফাজিরা গত বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে জাফর ভাঙ্গায় নিজের বাড়িতে ফেরেন। আগামী ১৫-২০ দিনের মধ্যে স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় ফিরে যাওয়ার কথা রয়েছে জাফরের।

জাফর মাতুব্বর ভাঙ্গা উপজেলার কররা গ্রামের মৃত আবুল কাসেম মাতুব্বরের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে জাফর মেজ। গতকাল শুক্রবার বিদেশি বউ আসার খবর জানাজানি হলে তাঁকে দেখতে বাড়িতে ভিড় জমান উৎসুক জনতা।

জাফর মাতুব্বর বলেন, আমি মালয়েশিয়ায় ব্যবসা করার সময় ফাজিরার সঙ্গে পরিচয় হয়। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমি বাড়ি আসার পর আমার টানে সে বাংলাদেশে চলে আসে। সে নিজেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছে। এতে আমার পরিবারের সবাই খুশি। আবার আমরা একসঙ্গে মালয়েশিয়ায় যাব।

জাফর মাতুব্বর বলেন, ফাজিরা বাংলাদেশে এসে খুব খুশি। এখানকার মানুষ ও মেহমানদারির খুব প্রশংসা করেছেন তিনি। ইউটিউব দেখে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে তাঁর স্ত্রী জানেন। ফাজিরা তাঁকে কুয়াকাটা ও কক্সবাজারে ভ্রমণে নিয়ে যাওয়ার কথা বলেছেন।

আজি ফাজিরা বলেন, বাংলাদেশ তাঁর ভালো লেগেছে। জাফরকে পেয়ে তিনি খুশি। শ্বশুরবাড়ির লোকজনও অনেক ভালো।

জাফরের ভাই মনিরুজ্জামান বলেন, বিদেশি পুত্রবধূ পেয়ে তাঁর মা সমীরণ বেগম (৫৭) খুব খুশি। ভাবিকে তাঁর ভাই কিছু কিছু বাংলা শিখিয়েছেন। বিদেশি মেয়ের মুখে ভাঙ্গা ভাঙ্গা বাংলা বাক্য শুনে মা খুশি। গ্রামের মানুষও তাঁকে পছন্দ করছেন।

কররা গ্রামটি আজিমনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওই ওয়ার্ডের সদস্য ইশারত মাতুব্বর বলেন, জাফর দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় আছেন। বিদেশে বিয়ের খবরটা আমরা আগেই জানি। জাফরের বিদেশি বউ দেশে আসার খবরে মানুষের আগ্রহের শেষ নেই। সবাই আসছেন বউকে দেখতে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence