মালি থেকে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার জাতিসংঘের

জাতিসংঘের একটি মিশনে শান্তিরক্ষীরা
জাতিসংঘের একটি মিশনে শান্তিরক্ষীরা  © ফাইল ছবি

সর্বসম্মতিক্রমে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষী বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের অনুমোদন দিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৩০ জুন) সংস্থাটির নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত দেয়। নতুন এ অনুমোদনের মধ্যদিয়ে আগামী ছয় মাসে ১৬০০ বাংলাদেশিসহ প্রায় ১৭ হাজার ‘নীল হেলমেট’ দেশ ছাড়বে।

জাতিসংঘ জানিয়েছে, মালিতে দশক-পুরনো জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন শনিবার থেকে তার উপস্থিতি প্রত্যাহার শুরু করবে। য আগামী ২০২৪ সালের ১ জানুয়ারি সম্পূর্ণভাবে শেষ হবে।

এর আগে, মালির সরকার পশ্চিম আফ্রিকার দেশ থেকে অনতিবিলম্বে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছিল। এ শান্তিরক্ষা মিশনে ১৬৩৬ বাংলাদেশি সেনাসহ ১৭০০০ সৈন্য মোতায়েন ছিল।

গত ১৭ জুন ফ্রান্সভিত্তিক সংবাদ মাধ্যম এএফপি’র প্রকাশিত এক প্রতিবেদন, মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলাই দিওপ মালিতে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ মিশনের তীব্র নিন্দা করেছেন। শান্তিরক্ষার এ মিশনটি মিনুসমা নামেও পরিচিত।

জাতিসংঘের তথ্য বলছে, শান্তিরক্ষার এ মিশনে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ অবদানকারী দেশ। এতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য ১৩৪৮ জন, পুলিশের ২৪০ জন ও ৪৮ জন অন্যান্য কর্মকর্তা রয়েছেন।

মালিতে ২০১৩ সালে জিহাদি দখল প্রতিরোধে জাতিসংঘের মিশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৮ বাংলাদেশি কর্মী মারা গেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence