হতাশায় পাকিস্তানি খেলোয়াড়ের আত্মহত্যা

মাজিদ আলি
মাজিদ আলি  © সংগৃহীত

হতাশাগ্রস্ত হয়ে পাকিস্তানের স্নুকার খেলোয়াড় মাজিদ আলি আত্মহত্যা করছেন। দেশটির অন্যতম শীর্ষ এই খেলোয়াড় বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের কাছে সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন।

মজিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ দিন ধরে তার মানসিক সমস্যা চলছিল। তিনি জীবন নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ২৮ বছর বয়সী মাজিদ দীর্ঘদিন থেকে হতাশায় ভুগছিলেন। এশিয়ান অনূর্ধ্ব ২১ স্নুকার টুর্নামেন্টে রৌপপদক জিতেছিলেন তিনি। এছাড়া পাকিস্তানের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে পদক জিতেছেন তিনি।

মাজিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির বিলিয়ার্ড ও স্নুকার বোর্ডের চেয়ারম্যান আলমগীর শেখ। তিনি অবশ্য মাজিদের আত্মহত্যার সঙ্গে স্নুকার খেলার কোনো ধরনের সম্পর্ক খুঁজে পাচ্ছেন না। তার দাবি, এই স্নুকার খেলোয়াড়ের কোনো আর্থিক সংকট ছিল না।


সর্বশেষ সংবাদ