১৪ ম্যাসেজিং অ্যাপ নিষিদ্ধ করল ভারত

ফোন হাতে তরুণ
ফোন হাতে তরুণ  © ফাইল ছবি

ইমোসহ ১৪টি ম্যাসেজিং অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর আশঙ্কায় তথ্য প্রযুক্তি আইন ২০২০ এর ৬৯এ ধারায় অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।

ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, নিষিদ্ধ করা অ্যাপগুলি ব্যবহার করে সন্ত্রাসবাদ এবং প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এমনকি এই অ্যাপের মাধ্যমে জঙ্গিরা তাদের সমর্থক এবং 'আন্ডার গ্রাউন্ডে' কাজ করা সহযোগীদের সঙ্গে যোগাযোগ করত। এ কারণে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে

নিষিদ্ধ করা অ্যাপগুলো হলো- ক্রিপভাইজার, এনিগমা, সেফসউইস, উইকর্ম, মিডিয়াফায়ার, ব্রায়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স, কনিয়ন, ইমো, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি ও থ্রিমা।

সূত্র: গ্যাজেটস নাউ


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence