বাঙালী অনুভূতিতে আঘাতের অভিযোগে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে মামলা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১১:২০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
আবারও নিজেকে আইনি ঝামেলায় ফেলেছেন ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে এবার স্ত্রীর কারণে নয় এক বিজ্ঞাপনের কারণে। আন্তর্জাতিক পানীয় ব্র্যান্ড স্প্রাইটের একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে বাঙালী দের অনুভূতিতে আঘাত করার অবিযোগে তার বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেছেন কলকাতার একজন আইনজীবী দিব্যায়ন ব্যানার্জি। খবর ডন নিউজ।
কলকাতা হাইকোর্টে দায়ের করা পিটিশনে আইনজীবী লিখেছেন, বিজ্ঞাপনটির হিন্দি সংস্করণ নিয়ে তার কোন সমস্যা নেই, তবে এটির বাংলা-ডাব করা সংস্করণ তার এবং অনেক বাঙালী র অনুভূতিতে আঘাত করেছে।
বিজ্ঞাপনের ভিডিওতে নওয়াজউদ্দিনকে একটি কৌতুক দেখে হাসতে দেখা যায়, যার বাংলা অর্থ, ‘সোজা আঙ্গুলে ঘি না উঠলে, বাঙালী খালি পেটে ঘুমিয়ে পরে’। লাইনটির অনুবাদে এটা প্রকাশ পায় যে বাঙালী রা ক্ষুধার্ত ঘুমায় যদি তারা সহজে কিছু না পায়। এবং এই অর্থটি বাঙ্গালীরা ভালভাবে গ্রহণ করেনি।
বিজ্ঞাপনটি জনপ্রিয় বাংলা বাগধারাটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, "শোজা আঙ্গুলে ঘি না উঠলে, আঙ্গুল বেকতে হয়," যার অনুবাদ হল আপনি যদি সহজভাবে কিছু অর্জন করতে না পারেন তবে তা অর্জন করতে আপনাকে এর বাইরে যেতে হবে।
এদিকে বিজ্ঞাপনটি নিয়ে বাঙালীদের প্রতিক্রিয়ার পর টিভি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিজ্ঞাপনটি। এছাড়া স্প্রাইট ইন্ডিয়া বাংলায় একটি ক্ষমা চেয়ে পোস্ট করেছে, যাতে লেখা ছিল, “ সাম্প্রতিক স্প্রাইটের একটি বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য আমরা তীব্র অনুশোচনা করছি এবং আমাদের এই অনিচ্ছাকৃত ভুলটি অবিলম্বে বাংলা মিডিয়া থেকে প্রত্যাহার করছি।
আমাদের কোম্পানি বাংলা ভাষাকে যথাযথ সম্মান দেয় এবং কোক স্টুডিও বাংলার মতো প্ল্যাটফর্মে গর্ববোধ করে, যা আমাদের বাংলার সম্মান ও প্রতিপত্তিকে অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা আমাদের সেবা, নতুন বিনিয়োগ, সিএসআর এবং সামাজিক চেতনার মাধ্যমে রাষ্ট্রের সম্মান ও ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
তবে এই ব্যাপারে এখনও কোন প্রতিক্রিয়া দেখাননি নওয়াজউদ্দিন সিদ্দিকী।