বৃদ্ধাশ্রমে রাতভর পুড়ে অঙ্গার ২০ বৃদ্ধ

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগেছে
রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগেছে  © বিবিসি

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরের বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে।

দুই তলা কাঠের ভবনটির ওপরের অংশ সারা রাত পুড়েছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। বিষয়টি রুশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। স্থানীয় খবরে জানা গেছে, কক্ষ গরম করার বয়লারের ত্রুটি থেকেই আগুন লাগে।

আরো পড়ুন: সমাবর্তন অনুষ্ঠান চলাকালে বিক্ষোভে ছাত্ররা, ছড়াল উত্তেজনা

রুশ সংবাদমাধ্যম তাস জানিয়ে, সরকারি অনুমতি ছাড়াই বৃদ্ধাশ্রমটি চালানো হচ্ছিল। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গভর্নর। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাশিয়াজুড়ে এরকম অনেক অনিবন্ধিত বৃদ্ধাশ্রম চালু রয়েছে।

ব্যক্তিগতভাবে চালু করা এসব বৃদ্ধাশ্রমের অগ্নি-নিরাপত্তার বিষয়টি ভালোভাবে মানা হয় না। ২০১৮ সালে ওই শহরেরই একটি অবসর-যাপন কেন্দ্রে আগুন লেগে ৬০ জন প্রাণ হারায়। এর শিশু ছিল ৩৭ জন।


সর্বশেষ সংবাদ