ভর্তি পরীক্ষার সময় বোমা হামলায় নিহতদের ৪৬ জনই নারী: জাতিসংঘ

হাসপাতালের বাইরে হতাহতদের স্বজনের ভিড়
হাসপাতালের বাইরে হতাহতদের স্বজনের ভিড়  © সিএনএন

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে ভর্তি পরীক্ষা চলার সময় বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মধ্যে ৪৬ জনই নারী বলে জাতিসংঘ জানিয়েছে। গত সপ্তাহে এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, নারীদের একটি শিক্ষা কেন্দ্রে আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেন। এতে হতাহতের এ ঘটনা ঘটে। হামলার সময় ওই শিক্ষা কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছিল বলে জানা গেছে।

আরো পড়ুন: সংঘর্ষের জেরে ইরানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস স্থগিত ঘোষণা

শিয়া মুসলিমদের হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা। আফগানিস্তানে ঐতিহাসিকভাবেই হামলার শিকার হয় হাজারা সম্প্রদায়। 

দেশটিতে জাতিসংঘের সহযোগী মিশন টুইট বার্তায় জানিয়েছে, মানবাধিকার দল এখনও এই অপরাধের তথ্য সংগ্রহ করছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। হামলায় আরও অন্তত ১৫৩ জন আহত হয়েছে বলে খবরে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ