২০২২ সালে বিশ্বের শীর্ষ ১০ ধনী শহর

নিউইয়র্ক শহর
নিউইয়র্ক শহর   © সংগৃহীত

২০২২ সালে সর্বাধিক মিলিয়নিয়ারসহ শীর্ষ ১০টি ধনী শহরের তালিকা প্রকাশ হয়েছে। সম্প্রতি “হেনলি গ্লোবাল সিটিজেনস” এই তালিকা প্রকাশ করেছে।

প্রতিবেদনে শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া মিলিয়নিয়ারদের ব্যক্তিগত সম্পদের হিসাব এবং সেইসঙ্গে বৈশ্বিক সম্পদ নিয়ে কাজ করা গোয়েন্দা সংস্থা “নিউ ওয়ার্ল্ড ওয়েলথ”-এর দেওয়া তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

২০২২ সালে কোন শহরে সবচেয়ে বেশি কোটিপতি আছে?
হেনলি গ্লোবাল সিটিজেনসের রিপোর্ট অনুসারে, নিউইয়র্ক তিন লাখ ৪৫ হাজার ৬০০ মিলিয়নিয়ার নিয়ে এই তালিকায় শীর্ষস্থান দখল করে আছে। নিউইয়র্কে মাল্টি-মিলিয়নিয়ারের সংখ্যা ১৫ হাজার ৪৭০ এবং দেশটিতে ৫৯ জন বিলিয়নিয়ার আছে। বিশ্বের শীর্ষ ১০টি ধনী শহরের অর্ধেকই মার্কিন যুক্তরাষ্ট্রে।

New Project - 2022-09-16T130849-700

২০২২ সালে শীর্ষ ১০টি ধনী শহর

১. নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র (তিন লাখ ৪৫ হাজার ৬০০ জন মিলিয়নিয়ার)।
২. টোকিও, জাপান (তিন লাখ চার হাজার ৯০০ জন মিলিয়নিয়ার)।
৩. সান ফ্রান্সিসকো বে এরিয়া, ইউএসএ (দুই লাখ ৭৬ হাজার ৪০০ জন মিলিয়নিয়ার)।
৪. লন্ডন, যুক্তরাজ্য (দুই লাখ ৭২ হাজার ৪০০ জন মিলিয়নিয়ার)।
৫. সিঙ্গাপুর (দুই লাখ ৪৯ হাজার ৮০০ জন মিলিয়নিয়ার)।
৬. লস এঞ্জেলেস মালিবু, মার্কিন যুক্তরাষ্ট্রে (এক লাখ ৯২ হাজার ৪০০ জন মিলিয়নিয়ার)।
৭. শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্র (এক লাখ ৬০ হাজার ১০০ জন মিলিয়নিয়ার)।
৮. হিউস্টন, মার্কিন যুক্তরাষ্ট্র (এক লাখ ৩২ হাজার ৬০০ জন মিলিয়নিয়ার)।
৯. বেইজিং, চীন (এক লাখ ৩১ হাজার ৫০০ জন মিলিয়নিয়ার)।
১০. সাংহাই, চীন (এক লাখ ৩০ হাজার ১০০ জন মিলিয়নিয়ার)।

এই প্রতিবেদনে উল্লেখিত তথ্যগুলো গোয়েন্দা সংস্থা “নিউ ওয়ার্ল্ড ওয়েলথ” সরবরাহ করেছে। যা বর্তমানে একমাত্র স্বাধীন গবেষণা সংস্থা। তারা নিয়মিতভাবে জাতীয় সীমানা ও শহরগুলোর নাগরিকদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ পর্যবেক্ষণ করে। প্রতিবেদনে শুধুমাত্র প্রতিটি শহরের আবাসিক নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সম্পদের পরিমাণ মার্কিন ডলারে প্রকাশ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence