শোক দিবস উপলক্ষ্যে এনটিআরসিএ’র বিশেষ বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (৮ আগস্ট) এনটিআরসিএ পরিচালক (পরিক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাহসিনুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘এনটিআরসিএ’র কার্যালয়ে আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে 'তারুণ্যের চেতনায় বঙ্গবন্ধু' শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ নিম্নবর্ণিত শর্ত অনুসরণ করে অংশগ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন: রিটের পেছনে আমার কোনো ভূমিকা নেই: জাবি কোষাধ্যক্ষ

রচনাটি কমপক্ষে ১০০০ শব্দের মধ্যে হতে হবে; A4 সাইজ কাগজে এক পৃষ্ঠা ব্যবহার করে লিখতে হবে। আগামী ১১ আগস্ট বিকাল ৪ টার মধ্যে আবশ্যিকভাবে পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এর অফিস কক্ষে রচনা জমা দিতে হবে।’’


সর্বশেষ সংবাদ