জুনেই শূন্য পদের চাহিদা, চতুর্থ গণবিজ্ঞপ্তি শিগগিরই

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে চলতি মাসেই শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। শূন্য পদের তথ্য সংগ্রহ শেষে দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু হবে।

রবিবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এনামুল কাদের খান।

তিনি বলেন, আগামী ৭ জুন আমাদের ই-রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হবে। এরপর আমরা ই-রিকুইজিশনের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করব। এটি শেষ হলে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু হবে।

আরও পড়ুন: নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা ৭ দিনের মধ্যে: শিক্ষামন্ত্রী

কবে নাগাদ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, এটি এই মুহূর্তে বলা মুশকিল। শূন্য পদের তথ্য সংগ্রহ শেষ হলে বলা যাবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ