৫ম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ না পাওয়াদের করণীয় জানাল এনটিআরসিএ

এনটিআরসিএ
এনটিআরসিএ  © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পেলেও চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়েছেন প্রায় আড়াই হাজার প্রার্থী। যাদের অধিকাংশই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি বলে জানা গেছে। তবে কাগজপত্র জমা দিয়েও অনেক প্রার্থী চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়ার অভিযোগ তুলেছেন।

নিবন্ধনধারীরা বলছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র জমা দিয়েও বাদ পড়েছেন তারা। প্রাথমিক সুপারিশের পর  চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়ায় ভেঙে পড়েছেন তারা। দ্রুত এ বিষয়ে এনটিআরসিএকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।

প্রার্থীদের এসব ভোগান্তির বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান আজ রোববার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছু প্রার্থীর ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। আমরা সেটি সমাধান করে দিয়েছি। এখনো যাদের সমস্যা রয়েছে, দ্রুত একটি লিখিত নিয়ে এনটিআরসিএতে আবেদন জমা দিতে হবে। এরপর সেটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে গত ২১ আগস্ট ৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের মধ্যে কাগজপত্র যাচাই শেষে ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছিল। প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে ২ হাজার ৪৩৫ জন প্রার্থী কাগজপত্র জমা দেননি। এছাড়া ১২ জনের সনদ জাল পাওয়া গেছে। এই প্রার্থীদের বাদ রেখে ১৯ হাজার ৫৮৬ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ