সেসিপে নিয়োগ: ভি-রোল ফরম মন্ত্রণালয়ে পাঠাল এনটিআরসিএ

শ্রেণিকক্ষে শিক্ষক ও সেসিপের লোগো
শ্রেণিকক্ষে শিক্ষক ও সেসিপের লোগো  © ফাইল ছবি

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া সাপেক্ষ প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হবে।

সোমবার (৩০ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কথা বলে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, সেসিপে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীদের ভি-রোল ফরম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যাচাই-বাছাই করে ফরমগুলো আমাদের কাছে ফেরত পাঠাবে। পরবর্তীতে আমরা পুলিশ ভেরিফিকেশন চলমান নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে অনুমতি চাইব। 

কবে নাগাদ প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, মন্ত্রণালয় ভি-রোল ফরমগুলো যতদ্রুত আমাদের কাছে ফেরত পাঠাবে আমরা তত তাড়াতাড়ি অনুমতি চাইতে পারব। আশা করছি নভেম্বরের মাঝামাঝি চূড়ান্ত সুপারিশ করতে পারব।

সার্বিক বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেসিপের গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের নিয়ে কাজ চলছে। অল্প সময়ের ব্যবধানে তাদের নিয়োগের চূড়ান্ত করা হবে।

তথ্যমতে, গত ১৯ সেপ্টেম্বর থেকে সেসিপের ভি-রোল ফরম পূরণ কার্যক্রম শুরু হয়। যা চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভি-রোল ফরম যাচাই শেষে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করবে এনটিআরসিএ।


সর্বশেষ সংবাদ