সহকারী মৌলভীদের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই হচ্ছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্ত সহকারী মৌলভীদের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করা হবে। আগামী ১৮ এপ্রিলের মধ্যে সুপারিশপ্রাপ্তদের সনদের সত্যায়িত কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে স্বাক্ষর করেছেন এনটিআরসিএ’র পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহসান।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘এনটিআরসিএ কার্যালয় হতে গত ১২ মার্চ প্রকাশিত ৪র্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত সহকারী মৌলভী পদে প্রার্থীগণের নিয়োগ যোগ্যতা যাচাই এর লক্ষ্যে নিবন্ধন পরীক্ষার সনদ, ফাজিল ডিগ্রির সনদ ও মার্কশীট যাচাই করা প্রয়োজন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে নিম্নোক্ত ছক মোতাবেক তথ্যসহ নিবন্ধন পরীক্ষার সনদ, ফাজিল ডিগ্রি/সমমানের সনদ ও মার্কশীটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সরাসরি (হাতে হাতে) এনটিআরসিএ'র কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘নির্ধারিত তারিখের মধ্যে যে সকল প্রার্থী উল্লিখিত সনদ ও মার্কশীটের সত্যায়িত ফটোকপি এবং ছকে চাহিদাকৃত তথ্য প্রেরণে ব্যর্থ হবেন তাদেরকে নিয়োগ সুপারিশের জন্য মনোনীত করা হবে না।’’