গোপনে ইবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণ, ভূক্তভোগীর লিখিত অভিযোগ

ইবি
ইবি   © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ভিডিও উদ্ধার ও সুষ্ঠু বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী। এ ছাড়া শৈলকূপা থানায় জিডি করেছেন ভূক্তভোগী ছাত্রী।

লিখিত অভিযোগ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, ভূক্তভোগী ছাত্রী দীর্ঘদিন ধরে ওই বাসায় রয়েছেন। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে গোসল করার সময় স্থানীয় এক ছেলে তার আপত্তিকর ভিডিও ধারণ করে। ওই বাথরুমের টিনশেড কোনো কিছুর মাধ্যমে উঁচু করে উপরের অংশ দিয়ে ভিডিও করা হয়েছে বলে জানা গেছে। এ সময় ওই ছাত্রী বুঝতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়।

এ ঘটনার পর রাতেই ওই ছাত্রী, তার সহপাঠী ও সিনিয়ররা প্রক্টরকে জানালেও প্রক্টরিয়াল বডির কেউ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া ইবি থানায় বিষয়টি অবগত করলেও এলাকাটি তাদের এখতিয়ারের বাইরে বলে পুলিশ সহযোগিতা করেনি।

ভূক্তভোগী ছাত্রী বলেন, গোসল করার সময় একটা ছেলে বাইরে থেকে আমার ভিডিও ধারণ করছিল। আমি বুঝতে পারলে সে পালিয়ে যায়। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ভিডিওটি উদ্ধার করতে আমি যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে বাসার মালিক তহমিনা বলেন, গতকাল রাতে একটি ঘটনা ঘটেছে। একটা ছেলেকে সন্দেহ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আমি শৈলকূপা থানার ওসিকে অবহিত করেছি এবং নিরাপত্তা জোরদার করতে বলেছি। ভূক্তভোগী গোপনে একটা নাম দিয়েছে সেটাও ওসিকে জানিয়েছি।

এ বিষয়ে শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন,  ভুক্তভোগী জিডি করেছে। আমরা ঘটনাটির তদন্তে কাজ করছি।


সর্বশেষ সংবাদ