‘ঝামেলা করে লাভ নাই, আসেন নারায়ণগঞ্জে খেলি’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৯:২২ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২২, ০৯:২২ PM
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘একটু খারাপ সময়ে সুযোগ নিতে চান আপনারা, খেলতে চান, আপনারা মরণ খেলা খেলতে চান। বাংলাদেশকে ধ্বংস করবেন। আপনারা খেলবেন আমাদের সঙ্গে, খেলবেন? কবে খেলবেন বলেন? আমরাও খেলতে চাই। আবারও বলছি, খেলা হবে—ইনশাআল্লাহ।’
শনিবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জ-২ নম্বর রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা খেলবেন ধ্বংসের পক্ষে আর আমরা খেলবো ধ্বংসের বিপক্ষে। আপনারা খেলবেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য, আমরা খেলবো বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। যদি মনে করেন সেই খেলায় আপনারা জিতবেন, তারিখ দেন, কবে খেলবেন? সারা দেশে ঝামেলা করে লাভ নাই, এক জায়গায় খেলি, আসেন নারায়ণগঞ্জে খেলি।’
শামীম ওসমান বলেন, ‘সামনে একটা কঠিন সময় আসছে। এ সময়ে তারা বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়। ওরা এখনও দেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই। না মানারই কথা, ওরা ওদের জায়গায় ঠিক আছে, আমরা বিভক্ত। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বিভক্ত। এখন সবার এক হওয়ার সময়। কিন্তু অনেকে বোঝে না কিংবা বোঝেও না বোঝার ভান করেন।’
নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে যারা আওয়ামী লীগ করেন কিংবা আওয়ামী লীগ পরিবারের বড় বড় নেতানেত্রী আছেন, শেখ হাসিনার বদৌলতে বড় বড় পদ পেয়েছেন, দয়া করে মাঠে নামেন। আসেন বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আমরা একসঙ্গে কাজ করি। ২০২৪ সালে নির্বাচনের মধ্য দিয়ে যখন বঙ্গবন্ধুকন্যা আবারও ক্ষমতায় আসবেন, আমাকে বইলেন আমি সরে যাবো নিজের ইচ্ছায়। আপনারা পদ-পদবি নিয়ে শান্তিতে থাইকেন। আমার আপত্তি নেই।’
শামীম ওসমান বলেন, ‘আগে হাজার বছরে একজন বঙ্গবন্ধু আসতেন, শত বছরে একটা মীর জাফর আসতো। কিন্তু এখন দেখি বাংলাদেশে বছর বছর খন্দকার মোশতাক জন্ম নেয়, জেলায় জেলায় এমনকি পাড়া-মহল্লায়ও জন্ম নেয়। দলের ভেতরে জন্ম নেয়, দলের বাইরে নেয়।’
আরও পড়ুন : চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে আমাকে নিয়ে গালাগালি করা হয়েছে। খোকন সাহাকে নিয়ে যা ইচ্ছা তাই বলা হচ্ছে। আমাদের বললে কিছু আসে যায় না। কিন্তু রাজনীতিতে এসব ভাষা চলে না। আমাদের ভুল থাকলে ধরিয়ে দিন, আমরা মাথা পেতে নেবো। কিন্তু আপনারা সেটা করছেন না। কারণ আপনাদের টার্গেট সরকার ফেলা না, আপনাদের টার্গেট শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া। এর আগে ২১ বার হামলা করা হয়েছে। এখন ভুলেও সে পথে হাঁটবেন না।’
সমাবেশে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন।