লুঙ্গি পরে যেকোনো স্থানে যাওয়ার সুযোগ থাকা উচিত

লুঙ্গি পরা আমান আলী সরকার
লুঙ্গি পরা আমান আলী সরকার  © সংগৃহীত

গতকাল বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরা এক বৃদ্ধের ভিডিও ভাইরাল হয়েছে। ওই বৃদ্ধ মূলত গিয়েছিলেন ‘পরাণ’ ছবি দেখতে। ঘটনাটা রাজধানীর মিরপুরে সনি-স্টার সিনেপ্লেক্সের বলে দাবি করা হয়েছে। অজ্ঞাত সেই ব্যক্তিকে সিনেপ্লেক্সের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়। যেখানে ব্যক্তিটি জানান, তিনি লুঙ্গি পরায় কাউন্টার থেকে দেওয়া হয়নি সিনেমার টিকিট।

বৃদ্ধের এ ঘটনা অনেক এখন পর্যন্ত দূর গড়িয়েছে। মিলেছে তার পরিচয়। এ ঘটনায় বিবৃতিতে দিয়েছে সনি-স্টার সিনেপ্লেক্সও। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে এ নিয়ে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় অনেকটা প্রতিবাদ জানিয়ে মোটিভেশনাল স্পিকার সোলায়মান সুখন ফেসবুকে লিখেছেন, ‘‘লুঙ্গী পরে বাংলাদেশের যেকোনো স্থানে এবং অনুষ্ঠানে যাওয়ার অধিকার থাকা উচিত সবার..’’।

এদিকে, ৩৫ সেকেন্ডের সে ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। বিষয়টি শেয়ার করেন ‘পরাণ’ ছবির পরিচালক রায়হান রাফি, চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা বিদ্যা সিনহা মিমসহ অনেকে। প্রবীণ দর্শককে বাবা সম্বোধন করে মিম লিখেছেন, এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সাথে বসে ‘পরাণ’ দেখব....।

আরও পড়ুন: লুঙ্গি পরা সেই ব্যক্তির সাথে সিনেমা দেখতে চান রাজ-মিম

তবে ঘটনাটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফল বলে দাবি করেছে স্টার সিনেপ্লেক্স। প্রেক্ষাগৃহটির পক্ষ থেকে বলা হয়, আমাদের সংস্থায় এমন কোনও নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম।

আরও পড়ুন: 'গত দুই দশকে এমন নারী বিদ্বেষ চলচ্চিত্র দেখিনি'

‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা এই ঘটনাটি তদন্ত করছি, যেন ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়।’’

সেই ব্যক্তির নাম আমান আলী সরকার। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। ঢাকায় ছেলের মিরপুরের বাসায় বেড়াতে এসে সনি স্কয়ারে গিয়েছিলেন। তার ছেলে শফি আলম বলেন, ‘আমার বাবা লুঙ্গি পরে সিনেমা হলে যাওয়ায় তাকে টিকিট দেওয়া হয়নি। আমরাও লুঙ্গি পরি, এমনটা কেন করা হবে? আমার বাবা আর সিনেমা দেখতে হলে যাবে না। যদি “পরাণ” সিনেমার নায়ক-নায়িকা বাবাকে হলে নিয়ে সিনেমা দেখায়, তাহলে যাবে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!