একাদশ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

বিরাট কোহলি
বিরাট কোহলি  © সংগৃহীত

খারাপ ছন্দ চলছে বিরাট কোহলির। বড় রান কিছুতেই আসছে না তার ব্যাটে। কোহলির সময়টা মোটেও তার পক্ষে কথা বলছে না। সেঞ্চুরি নেই প্রায় তিন বছর হয়ে যাচ্ছে, ব্যাটেও রান নেই এখন। ফর্ম নেই তার। লাগাতার ব্যর্থতার জেরে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে এককালের বিশ্বের সেরা ব্যাটারকে।

১১০টির বেশি ইনিংসে সেঞ্চুরি নেই বিরাট কোহলির। টানা অফফর্মের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়নি ভারতের সাবেক অধিনায়ককে। ব্যাট না হাসায় কপিল দেবের মতো ভারতের অনেক সাবেক তারকা কোহলিকে দল থেকে বাদ দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলছেন।

চলতি বছর চারটি টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত ৮১ রান বিরাট কোহলির। স্ট্রাইক রেট ১২৮ এবং গড় ২০.২৫। টানা ব্যর্থ হলেও ছোট ফরম্যাটের ক্রিকেট থেকে তাকে বাদ দিতে এখনই রাজি নয় বিসিসিআই। বরং তিনি বিশ্রাম চাইলে বিশ্রামও পেয়ে যাচ্ছেন। আবার তাকে তিন নম্বরে খেলানোর জন্য ফর্মে থাকা ব্যাটারকেও বসিয়ে দেয়া হচ্ছে। যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে সমালোচনা।

এমন পরিস্থিতিতে কোহলির পক্ষে কথা বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। সাবেক উইকেটকিপার বলেন, ভারতে এমন কোনো নির্বাচকের জন্ম হয়নি যে বিরাট কোহলিকে বাদ দিতে পারেন।কোহলির ভারত দলে ঠাঁই না পাওয়াকে বিশ্রাম হিসেবে উল্লেখ করেছেন রশিদ লতিফ।

আরও পড়ুন: ব্রাজিলের মুখোমুখি না হতে আদালতে আর্জেন্টিনা

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রশিদ লতিফ বলেছেন, বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এই অভিজ্ঞ খেলোয়াড় কিছু সময়ের জন্য নিজেকে ক্রিকেট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ড সফরের পর অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম চেয়েছিলেন তিনি। এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় নির্বাচকরা। 

পাকিস্তানের এ সাবেক তারকা সৌরভকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি একজন খেলোয়াড়ের কথা বলছেন, কিন্তু পুরো ভারতীয় দলও ধারাবাহিকভাবে জিতছে না। কোহলির কাঁধে আপনি বন্দুক রেখে অন্য খেলোয়াড়দের নিরাপদে রাখছেন। আপনি ২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকান। এমনকি যখন কোহলি পারফর্ম করেননি, তখন অন্যরা কী করছিল?


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence