আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০১:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২২, ০১:১৬ PM
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবার (১৩ জুলাই) অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া আগামী ৭২ ঘণ্টা (৩ দিন) শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।