৪ ঘণ্টায় এক ইঞ্চিও ঘোরেনি গাড়ির চাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০১:০৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২২, ০১:৫৯ PM
ঈদ যাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী মানুষ। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যানজটের বিস্তৃতি শুধু বেড়েই চলছে। শনিবার (৯ জুলাই) যানজট তীব্র আকার ধারণ করেছে।
শনিবার সরজমিনে দেখা গেছে, মির্জাপুর উপজেলার পাকুল্য বাজার থেকে শুরু হওয়া যানজট গিয়ে ঠেকেছে সিরাজগঞ্জের চান্দাইকোনা পর্যন্ত। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোদের তীব্রতা, বেড়েছে। ফলে বিপাকে পড়েছেন নারী, শিশু এবং খোলা ট্রাকে যারা ভ্রমণকারীরা।
ঢাকা থেকে পাবনার আতাইকুলার উদ্দেশ্যে রওনা হওয়া ফাহিম জানান, টেকনিক্যাল থেকে গাবতলি পর্যন্ত যেতে সময় লেগেছে আড়াই ঘণ্টা। রাত ৪টা থেকে এক ইঞ্চিও নড়েনি গাড়ির চাকা। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। কখন বাড়িতে পৌঁছাতে পারবো কে জানে।
সড়কে টহলরত বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মীরা জানিয়েছেন, সড়কে অতিরিক্ত পরিবহনের চাপেই এ যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, যানজট নিরসনে মহাসড়কে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতুর ওপরে সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরাতে সময় লাগে। এ কারণে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। আর এ জন্য মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যার প্রভাব এখনো আছে। তবে মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ রয়েছে। যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশ দায়িত্ব পালন করছে।