তীব্র যানজট-গরমে বাসের বক্সে থাকা ১৮ ছাগলের মৃত্যু

মৃত ছাগল
মৃত ছাগল  © সংগৃহীত

তীব্র যানজট ও গরমে বাসের বক্সে থাকা ১৮টি ছাগল মারা গেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার (৮ মৃত ছাগলগুলো আশুলিয়ায় সড়কে পড়ে থাকতে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা থেকে এক ব্যবসায়ী ২০টি ছাগল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ছাগলগুলো বক্সের ভেতরে রাখা ছিল। তবে রাস্তায় তীব্র যানজট ও গরমে ছাগলগুলোর নিঃশ্বাস বন্ধ হয়ে হয়ে মারা যায়। পরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার বগাবাড়ি আমেরিকার প্লাজার সামনে মৃত ছাগলগুলো ফেলে রাখা হয়।

ঘটনার প্রতক্ষদর্শী মো. ইউসুফ বলেন, বৃহস্পতিবার রাত ১১টার একটি বাস আমেরিকার প্লাজার সামনে থামে। এরপর বাস থেকে কয়েকজন লোক নেমে বাসের বক্স থেকে একেরপর এক মৃত ছাগল নামাতে থাকেন। এ সময় ছাগলগুলোর মালিক চিৎকার করে কাঁদতে থাকেন।  বাসের বক্সে থাকা ২০টি ছাগলের মধ্যে ১৮টি ছাগল মারা গেছে।  আর দুইটি ছাগল কোনো রকম বেঁচে থাকায় তাদের পানি পান করিয়ে বাসের ভেতরে তোলা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence