লোডশেডিং কতমাস থাকবে— জানালেন বিদ্যুৎ উপদেষ্টা

তৌফিক-ই-এলাহী
তৌফিক-ই-এলাহী  © সংগৃহীত

বিদ্যুৎ নিয়ে চলমান পরিস্থিতি অন্তত আরও দুই মাস থাকবে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে বর্তমান পরিস্থিতি সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। এর মধ্যে সাশ্রয়ী পদক্ষেপের মাধ্যমে ডিমান্ড ২০০০ মেগাওয়াট কমানোর প্রচেষ্টা চলবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তৌফিক-ই-ইলাহী বলেন, আর ডিসেম্বরের মধ্যে ভারত থেকে আদানির বিদ্যুৎ আসবে। একই সময়ের মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন পরিস্থিতির উন্নতি হবে।

তিনি আরও জানান, আলোকসজ্জা বন্ধ, কোভিডের সময়ের মতো অফিস ও আদালতের সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া হবে। তিনি জানান, করোনার সময়ে জীবন অন্যভাবে ছিল। অফিস সূচী সংশোধন করে ৯টা থেকে ৩টা করা বা ঘরে বসেই কাজ করা যায় কিনা, এটা সরকারের উচ্চপর্যায় চিন্তা করতে পারে। এতেও বিদ্যুৎ সাশ্রয় হবে।

তৌফিক-ই-এলাহী আরও জানান, উৎপাদন ক্ষমতা আমাদের রয়েছে। দাম না বাড়লে আমরা দিতে পারতাম। প্রধানমন্ত্রী দামের বিষয়ে সহনশীল হয়েছেন। সাবসিডি দেয়া হচ্ছে। এটা আমরা রিভাইব করছি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence