মার্কেটে না নিয়ে যাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

মার্কেটে নিয়ে না যাওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১ এপ্রিল) ফরিদপুর সদরের মাচ্চরে এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম সোনালী (১৩)। সে মাচ্চর ইউনিয়নের গোয়াতলা গ্রামের হেদায়েত কাজীর মেয়ে এবং শিবরামপুর আরডি অ্যাকাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভাই-ভাবির সাথে মার্কেটে যাওয়ার কথা ছিল সোনালীর। মেয়েটি দুপুরে বাড়ির পাশে খেলছিল। কিন্তু ভাই ও ভাবি তাকে ফাঁকি দিয়ে মার্কেটে চলে যায়। এ সময় সোনালী খেলা ফেলে বাড়ি গিয়ে ভাই-ভাবিকে দেখতে না পেয়ে অভিমানে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়।

সোনালীর বাবা একজন রিকশাচালক। ঘটনার সময় তিনি রিকশা নিয়ে বাড়ির বাইরে ছিলেন। আর বাড়ি থেকে ২০০ গজ দূরে নানার বাড়ির পুকুরে গোসল ও কাপড় ধুচ্ছিলেন সোনালীর মা।

আরও পড়ুন: ‘সরকার চাইলে প্রধান শিক্ষকদের নিয়োগ এনটিআরসিএ’র মাধ্যমে’

মাচ্চর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মোতালেব শেখ বলেন, সোনালীর মা বাড়ি এসে মেয়েকে ডাকাডাকি ও খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরে ঢুকে ফাঁস নেয়া অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে তিনি চিৎকার দিয়ে ওঠেন। এ সময় আশপাশের মানুষ এসে সোনালীর দেহ মাটিতে নামিয়ে আনে। পরে স্থানীয়রাই নিশ্চিত করে যে, সোনালী মারা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শুক্রবার এশার নামাজের শেষে জানাজার পর মাচ্চর কবরস্থানে সোনালীকে দাফন করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের দাবিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ