সড়ক অবরোধ

তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের মারামারি

সড়ক অবরোধ
সড়ক অবরোধ   © সংগৃহীত

রাজধানীর তিতুমীর কলেজের সামনে পরিবহন শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে। এতে বাস শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

বুধবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে এনা পরিবহনের স্টাফ ও শিক্ষার্থীদের মধ্যে বাস ভাড়া নিয়ে এই মারামারির ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার রাতে কয়েকজন শিক্ষার্থী এনা পরিবহনের একটি বাসে যাচ্ছিলেন। এসময় ভাড়া নিয়ে বাসের স্টাফদের সাথে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রুপ নেয়। এই ঘটনায় এনা পরিবহনের শ্রমিকরা তাদের কয়েকটি বাস আড়াআড়ি ভাবে রেখে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এ প্রসঙ্গে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ৯৯৯ নম্বরে কলের মাধ্যমে জানতে পারি শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীদের সাথে মারামারির ঘটনায় তারা সড়ক অবরোধ করেম পরে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। আমাদের অনুরোধে শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।


সর্বশেষ সংবাদ