জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট হামিদা বেগম আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০৩:৫৭ PM , আপডেট: ১৯ মার্চ ২০২২, ০৪:০১ PM
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ হামিদা বেগম মৃত্যুবরণ করেছেন। ষাটের দশকের অন্যতম সেরা অ্যাথলেট ছিলেন তিনি।
শনিবার (১৯ মার্চ) ঢাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। এর আগে, দীর্ঘ দিন যাবত অসুস্থ ছিলেন দেশবরেণ্য এই ক্রীড়াবিদ।
বাদ আছর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হামিদার জানাজা হবে। এরপর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন হবে।
মৃত্যুকালে হামিদা বয়স হয়েছিল ৭০ বছর। দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
হামিদা ষাটের দশকে ৫০, ১০০ ও ২০০ মিটার মিটে বেশ দাপট দেখিয়েছিলেন। জিতেছেন রৌপ্য পদক। সে সময় পূর্ব বাংলায় বেশ সুনাম করেন তিনি।
আরও পড়ুন : জামা পরিবর্তনের ভিডিও দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদে সহকারী ক্রীড়া পরিচালক হিসেবে যোগ দেন তিনি। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে তাকে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুর নাহার হলের ছাত্রী ছিলেন তিনি। তিনি ও তার সহপাঠী সুলতানা কামাল বিশ্ববিদ্যালয় জীবনে অ্যাথলেট হিসেবে বেশ সুনাম কুড়িয়ে ছিলেন।