শিক্ষার্থীদের লাঠিপেটার ঘটনায় তদন্ত কমিটি গঠন

লাঠিপেটা
লাঠিপেটা   © ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ে টিকা নিতে আসা শিক্ষার্থীদের লাঠিপেটার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী তিন কার্য দিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এই কমিটি গঠন করা হয়।

জেলা শিক্ষা অফিসার খন্দকার আবুল কালামকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা ও সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রকিবুল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহম্মেদ। এদিকে শিক্ষার্থীদের উপর লাঠিপেটা কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুধীসমাজসহ জনপ্রতিনিধিরাও।

আরও পড়ুন: টিকা নিতে আসা শিক্ষার্থীদের পেটালো স্বেচ্ছাসেবকরা

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে টিকা নিতে গিয়ে লাঠিপেটার শিকার হন শিক্ষার্থীরা। ঘটনাটি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। রাত না পোহাতেই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে এই কমিটি গঠন করেন।


সর্বশেষ সংবাদ