সাভারে দুটি বানর উদ্ধার

উদ্ধারকর্মীরা
উদ্ধারকর্মীরা  © টিডিসি ফটো

সাভার উপজেলার নামা বাজার এলাকার একটি মিনি পার্কে অভিযান চালিয়ে দুটি বানর উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের অঞ্চলভিত্তিক ইন্সপেক্টর নার্গিস সুলতানা লিজা এ অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন। এ উদ্ধার কাজে সহায়তা করে ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন।

ইন্সপেক্টর নার্গিস সুলতানা বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে সাভারের নামা বাজার এলাকার পাশে নিলা-বর্ষা রিভার কুইন পার্কে অভিযান চালিয়েছি। সেখান থেকে দুটি রেসাস বানর বা লাল বানর উদ্ধার করেছি।"

"পার্ক কর্তৃপক্ষ বন্যপ্রাণী সংক্রান্ত আইনের বিষয়ে অবগত ছিলেন না। তারা স্বেচ্ছায় বানর দুটি আমাদের কাছে হস্তান্তর করেন। উপযুক্ত পরিবেশে বানর দুটিকে আমরা অবমুক্ত করব।"

উদ্ধার অভিযানে ছিলেন ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান। তিনি বলেন, "সংশ্লিষ্ট পার্ক কতৃপক্ষ সরল বিশ্বাসে না জেনে প্রাণীগুলো রেখেছিলেন, ভবিষ্যতে অবৈধ বন্যপ্রাণী প্রদর্শন করবেন না বলে অঙ্গীকার করেছেন এবং বৈধ লাইসেন্সকৃত প্রাণী রাখা হবে বলে জানিয়েছেন।"

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী বন্যপ্রাণী পালন, আটক ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ।


সর্বশেষ সংবাদ