ব্যর্থ উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না: নুর

সাবেক ভিপি নুরুল হক নুর
সাবেক ভিপি নুরুল হক নুর   © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে ব্যর্থ আখ্যা দিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ব্যর্থ উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। রোববার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। শহীদ আসাদ স্মরণে এ আলোচনা সভার আয়োজন করেছে ‘শহীদ আসাদ পরিষদ’।

নুর বলেন, শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে আন্দোলন করছে আর তাদের অভিভাবক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রথমে ছাত্রলীগ পরবর্তীতে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালিয়েছেন। আমাদের সুস্পষ্ট দাবি ব্যর্থ উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না।

আরও পড়ুনঃ মেডিকেল কলেজগুলোও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ: ডিজি

তিনি বলেন, গতকাল দেখলাম একজন উপাচার্য পদত্যাগ করলে ৩৪ জন পদত্যাগ করবেন বলে খবর বের হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এসব শিক্ষকের মধ্যে একেবারে সব উপাচার্য যে ভালো বাস্তবে তা বলার অবকাশ নেই। অথচ সরকার শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে উপাচার্যের পক্ষে দাঁড়িয়েছে। এমনকি শিক্ষামন্ত্রীকে এখনো কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি।

সাবেক ছাত্রনেতাদের দুর্বৃত্তপরায়ণ উপাচার্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নুরুল হক।

আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence