৫ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্ত করল সিয়াম

হাফেজ সিয়াম
হাফেজ সিয়াম  © সংগৃহীত

মাত্র ৫ মাসে পুরো কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন ৯ বছর বয়সী সিয়াম। সে কুমিল্লা শহরের মোগলটুলীতে অবস্থিত ব্যতিক্রমী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর তাহফিজ মাদরাসার ছাত্র। সিয়ামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার লোনা গ্রামে।

রোববার (১২ ডিসেম্বর) ওই ছাত্র পবিত্র কোরআন হেফজ করেছে বলে নিশ্চিত করেন আন-নূর তাহফিজ মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাহদী হাসান।

আরও পড়ুন:মাত্র ৮৬ দিনে কোরআনে হাফেজ ১২ বছরের জাকারিয়া

মাদরাসার পরিচালক জানান, হিফজ শুরু করার পরই আমরা সিয়ামের মধ্যে ভিন্নরকমের প্রতিভা দেখতে পাই। সে মাত্র ৫ মাসে হিফজ সমাপ্ত করেছে।

তবে সে খুব চঞ্চল প্রকৃতির, যদি এক মনে সময়টা কাজে লাগাতো তাহলে তার পক্ষে আরও অল্প সময়ে হাফেজ হওয়ার সম্ভবানা ছিল। কেননা, শেষ দিকে সে প্রতিদিন ১৫ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শুনিয়েছে বলে জানান তিনি।

মেধাবী ছাত্র সিয়াম বলেন, ভালো হাফেজ হওয়ার পাশাপাশি সিয়াম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়।

ওই মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবি জানান, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব শৈশবেই এই মহা পুরস্কারে ভূষিত করেছেন।

আরও পড়ুন: মাত্র ৫ মাসে কোরআনের হাফেজ হলেন স্কুলছাত্রী নাদিয়া

তিনি আরো বলেন, মাত্র পাঁচ মাসে একজন স্কুল শিক্ষার্থীর কোরআন হিফজের ঘটনা বিরল কৃতিত্ব।এটা অনেকের হৃদয়ে নাড়া দেবে। ফলে অভিভাবকরা তাদের সন্তানদের কোরআন হিফজ করতে উৎসাহ বোধ করবে।


সর্বশেষ সংবাদ