রামপুরায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বিআরটিসির বাস ফেলে পালালেন চালক-হেলপার

রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ   © সংগৃহীত

রাজধানীর রামপুরা এলাকায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম (১৯) নিহত হওয়ার ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা গাড়ির চালকের লাইসেন্স ও কাগজপত্র যাচাই-বাছাই শুরু করেন। এ সময়  বিআরটিসির চালক ও তার সহযোগী রাস্তায় বাস ফেলে পালিয়ে যান। 

শিক্ষার্থীরা জানান, আন্দোলের কারণে কোনো রোগী ও পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য জরুরি লেন করে কিছু গাড়ি ছেড়ে দিচ্ছি।  তারা বলেন, আমরা দেখছি, অনেক গাড়ির চালক লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন। এসব চালকের কারণে দুর্ঘটনা ঘটছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীর সড়ক অবরোধ করার কারণে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আবুল হোটেল থেকে নতুন বাজার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।

 


সর্বশেষ সংবাদ