লঞ্চ স্টাফদের কারণে বিসিএস বঞ্চিত হলো ২০০ পরীক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০৪:১০ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২১, ০৯:২১ PM
লঞ্চ স্টাফদের হটকারিতায় ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারেননি ২ শতাধিক পরীক্ষার্থী। চাঁদপুরের কাছে এসে ফের ভোলায় গিয়ে যাত্রী আনার জন্য এমনটা হয়েছে বলে দাবি করেছেন বিসিএস পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তাসরিফ-২ লঞ্চে ভোলা থেকে ঢাকাগামী ২০০ জনের মত বিসিএস পরীক্ষার্থী উঠেন। সন্ধ্যায় বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে লঞ্চটি ইলিশা ঘাট ছেড়ে কালিগঞ্জ হয়ে চাঁদপুরের কাছে পৌঁছানোর পর খবর আসে- এই একই কোম্পানির তাসরিফ-৪ লঞ্চটি ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন ঘাটে বিকল হয়ে গেছে। আর সেই বিকল হওয়া লঞ্চের যাত্রী আনতে গিয়ে প্রায় ৬ ঘণ্টার বেশি সময় ব্যয় করে বিসিএস পরীক্ষার্থীদের বহন করা তাসরিফ-২ লঞ্চটি। আর এতেই বিপাকে পড়েন পরীক্ষার্থীরা।
শুক্রবার শেষ রাতে সদরঘাটে পৌঁছানোর কথা থাকলেও পৌঁছেছে সকাল ১০টায়। এতে বিসিএস পরীক্ষার্থীদের দেরি করে কেন্দ্রে যাওয়ায় ঢুকতে দেননি পরীক্ষার দায়িত্বরত শিক্ষকরা।
পরীক্ষার্থীদের দাবি লঞ্চ স্টাফদের বারবার পরীক্ষার কথা জানানোর পরেও অতি মুনাফার লোভে তাদের এমন হটকারি সিদ্ধান্তের জন্য আমরা চাকুরির সর্বোচ্চ এই পরীক্ষা থেকে বঞ্চিত হলাম। পরীক্ষার্থীরা এর যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।