এসআই হলেন আনন্দ মোহন কলেজের ৩৯ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জুন ২০২১, ১১:৪০ AM , আপডেট: ১৮ জুন ২০২১, ১১:৪০ AM

বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই পদে একসঙ্গে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের বিভিন্ন বিভাগের ৩৯ জন নিয়োগ পেয়েছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আনন্দ মোহন কলেজের সাবেক শিক্ষার্থী ও এসআই হিসেবে সদ্য নিয়োগ পাওয়া তপু চক্রবর্তী।
তিনি বলেন, গত এক বছরের কঠোর পরিশ্রম শেষে আমাদের কলেজের বিভিন্ন বিভাগের ৩৮ জন নিয়োগ পেয়েছেন। আমরা সবাই একসঙ্গে ট্রেনিংয়ের সুযোগ পেয়েছি। বিষয়টি সত্যি খুব আনন্দের। দেশের সেবায় নিজেদের সম্পৃক্ত করতে পারবো ভেবে খুব ভালো লাগছে।
প্রসঙ্গত, সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৮ জনের মধ্যে ইংরেজি বিভাগের ১৩ জন, অর্থনীতি বিভাগের ৫, হিসাব বিজ্ঞানের ৫, গণিতের ৩,প্রাণিবিদ্যার ৩, রসায়নের ২, ব্যবস্থাপনার ২, সমাজকর্ম, পদার্থ, উদ্ভিদ, ভূগোল, দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন করে নিয়োগ পেয়েছেন।