এবার হেফাজতের ঢাকা মহানগর নায়েবে আমির গ্রেপ্তার

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের নায়েবে আমির জুবায়ের আহমেদ
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের নায়েবে আমির জুবায়ের আহমেদ  © ফাইল ফটো

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের নায়েবে আমির জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এ নিয়ে ঢাকায় হেফাজতে ইসলামের পাঁচজন নেতাকে গ্রেপ্তার করা হলো।

ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘মাওলানা যোবায়েরকে তাঁর লালবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার তাঁকে আদালতে তোলা হবে।’

বিভিন্ন অভিযোগে গত কয়েকদিনে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী, সহপ্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ্, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্লাহকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়।


সর্বশেষ সংবাদ