সুন্দরবনে বাঘের আক্রমণ, দুই জেলে নিখোঁজ

বাঘ
বাঘ  © ফাইল ফটো

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে দুই মৎস্যজীবীকে বাঘে ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্চের কাচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে । তবে তাদের এখনো কোনো সন্ধান মেলেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রতন (৩৫) মিজানুর (৩৯) ও আবু মুছা (৪০) কাঁকড়া ধরতে সুন্দরবনে যায়। বৃহস্পতিবার বিকালে বনের মধ্যে তালপট্টি এলাকায় খালে কাঁকড়া ধরার সময় বাঘেদের একটি দল তাদের উপর ঝাডিয়ে পড়ে। এসময় আবু মুছা বনের ভেতর উঁচু গাছের মগডালে উঠে আত্মরক্ষা করে। তবে অন্য দুই জনের খোঁজ মেলেনি।

এ প্রসঙ্গে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের কর্মকর্তা আবুল হাসান জানান, আমরা রাত ৯টায় খবর পেয়েছে দুইজন বাঘের হামলায় আহত হয়েছেন। আহতদের উদ্ধারের জন্য প্রস্তুতিম নেয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence