দেওয়ানবাগী পীরের জানাজা কাল, সমাহিত হবেন স্ত্রীর পাশে

  © ফাইল ফটো

সদ্য প্রয়াত দেওয়ানবাগ দরবার শরিফের পীর মাহবুবে খোদার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর রাজধানীর আরামবাগে অবস্থিত দেওয়ানবাগে অনুষ্ঠিত হবে। এরপর বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে তার স্ত্রীর পাশে সমাহিত করা হবে।

মৃত্যুর পর আজ সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে এক বিবৃবিতে এ তথ্য জানানো হয়।

দেওয়ানবাগী পীরের ব্যক্তিগত সহকারি মোহাম্মদ মেহেদী জানান, তিনি (দেওয়ানবাগ পীর) অসুস্থ ছিলেন না। হঠাৎ করেই সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে এদিন সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা ৪৮ মিনিটে তিনি ইন্তেকাল করেন। দেওয়ানবাগীর আসল নাম মাহবুবে খোদা। তিনি ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।

নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন মাহবুব-এ খোদা। পরে ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বাইয়াত নেন। এরপর পীরের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী এবং শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence