পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেওয়া চালকের স্বীকারোক্তি

রেশমা নাহার রত্না
রেশমা নাহার রত্না  © সংগৃহীত

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়িচাপা দেওয়া চালক মো. নাঈম (২৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে চালক নাঈম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে এদিন দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক আলী আসামি নাঈমকে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নাঈম স্বীকারোক্তি দিতে রাজি হলে বিচারক তাঁর জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ আগস্ট নাঈমকে দুদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপরে রিমান্ড শেষ হলে গত ২২ আগস্ট কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার ইব্রাহিমপুর থেকে কালো রঙের মাইক্রোবাসসহ চালক নাঈমকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৭ আগস্ট সকাল ৯টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশে লেক রোডে বাইসাইকেল আরোহী রেশমা নাহার রত্নাকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর এক স্বজন মামলা করেন।

রেশমা নাহার রত্না রাজধানীর আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারে থাকতেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের সন্তান।


সর্বশেষ সংবাদ