পুরনো যন্ত্রপাতিতেই বেনাপোল ইমিগ্রেশনে ভাইরাস শনাক্তকরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৫ AM
নতুন এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। তাই নড়েচড়ে বসেছে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। পুরনো-অকেজো যন্ত্রপাতি নিয়েই চলছে এ ভাইরাস চিহ্নিত করার কার্যক্রম। যেহেতু এই পথে দেশ-বিদেশে লোক যাতায়াত করে সেজন্য এই চেকপোস্টে ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ইমিগ্রেশন কাস্টমস ভবনের আগমনী ডেস্কের পাশে একজন উপস্বাস্থ্য সহকারীসহ চার সদস্য বিশিষ্ট একটি কমিটি ভাইরাস নির্ণয়ে কাজ করে যাচ্ছে। ভারত থেকে যেসব দেশি-বিদেশি যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করছে তাদের প্রবেশ গেটে পরীক্ষা করে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতার জন্য পাঠানো হচ্ছে। তবে এ পর্যন্ত সেখানে কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত হয়নি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক বলেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে বিদেশ থেকে আগত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করে দেশের অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছে। কারণ এটি একটি সংক্রামক রোগ। একজনের হলে হাঁচি-কাশির মাধ্যমে অন্যরা আক্রান্ত হতে পারেন। পরীক্ষা-নিরীক্ষার পর সকলকে মাস্ক পরার জন্য উপদেশ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এই রোগ সাধারণত পশুপাখি থেকে ছড়ায়। এ পর্যন্ত যত ভাইরাস সংক্রান্ত রোগ ছড়িয়েছে গবেষণায় দেখা গেছে- সেগুলো পশুপাখি থেকেই ছড়িয়েছে। নতুন এই ভাইরাস শনাক্তকরণে কী পরিমাণ আধুনিক যন্ত্রপাতি আছে জানতে চাইলে তিনি বলেন, এখানে তেমন কোনো যন্ত্রপাতি নেই। তবে রোগ নির্ণয়ের মতো যে যন্ত্রপাতি আছে এগুলো দিয়েই পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।