চারদিনের ব্যবধানে তিস্তায় অজ্ঞাত দুই লাশ উদ্ধার
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০১:০৫ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১০:০৩ AM
গাইবান্ধার সুন্দরগঞ্জে রাক্ষুসে হয়ে উঠছে তিস্তা। একের পর এক ভেসে উঠছে অজ্ঞাত মরদেহ। উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি এলাকার তিস্তার তীর থেকে রবিবার (২০ জুলাই) বিকেলে উদ্ধার করা হলো আরেকটি অজ্ঞাত লাশ। এর ঠিক চার দিন আগে, একই উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামেও তিস্তা নদী থেকে অর্ধগলিত একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। পরপর দু’টি লাশ উদ্ধারে এলাকায় চরম উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে।
রবিবার (২০ জুলাই) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি এলাকায় এক ব্যক্তি মরদেহটি তিস্তা নদীর তীরে ভেসে থাকতে দেখে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট করেন। মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৬০-৬৫ বছর।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহটি তিস্তা নদীর উজান থেকে ভেসে এসেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, নদী পারাপারের সময় নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরে স্রোতে মরদেহটি ভেসে এসেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য আপাতত থানায় নেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে তিস্তা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে লাশটির হাতের কবজি ও পায়ের গোড়ালি বিছিন্ন অবস্থায় ছিল। এদিকে নতুন করে পুনরায় অজ্ঞাত মরদেহ উদ্ধারে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। রহস্যজনক এই দুটি মৃত্যুই এখন তদন্তাধীন।