মাগুরার ঘটনাটি জনসম্মুখে আসতে এক যুবদল নেতার ভূমিকা রয়েছে: ছাত্রদল সভাপতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ০৬:১৪ PM

মাগুরায় বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছর বয়সী এক মেয়ে শিশু। যার অবস্থা সংকটাপন্ন। ঘটনাটি সারাদেশে আলোড়ন তুলেছে। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।তবে এ ঘটনাটি জনসম্মুখে আনতে এক যুবদল নেতার ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শনিবার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির মাঠে বিশ্ব নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ছাত্রদল সভাপতি বলেন, ‘যখন কোনো নারী নির্যাতন বা সহিংসতার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, তখন আমরা প্রতিবাদ জানাই। বিচারের দাবিতে সোচ্চার হই। মাগুরার ঘটনাটিও তাই। কিন্তু এ ঘটনা যদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না পেত, তাহলে তা অন্তরালেই রয়ে যেত।’
তিনি বলেন, ‘মাগুরার ঘটনাটি জনসম্মুখে আনতে ভূমিকা রেখেছেন এক যুবদল নেতা। তিনি তাৎক্ষণিকভাবে এ ঘটনা প্রকাশ করেছেন। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা এ ঘটনার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। সারাদেশের মানুষ প্রতিবাদ জানাচ্ছে। এ ঘটনা প্রকাশ করায় আমি যুবদলের ওই নেতার প্রতি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘মাগুরার ওই ৮ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় আমরা ক্ষুব্ধ, ব্যথিত। এই অমানবিক ধর্ষণের ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শুধু শাস্তি নয়, ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা বাংলাদেশে না হয়, সে ব্যবস্থা, সেই আইন জাতীয় সংসদে পাস করতে হবে।’